Ads

pH মিটার/সেন্সর/মডিউল কি? UV সেন্সর/মডিউল

আসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।


pH মিটার/সেন্সর/মডিউল


উত্তরঃ

রসায়নে পি.এইচ (ইংরেজি) (pH) হচ্ছে, দ্রবীভূত হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ। 

পি.এইচ দ্বারা মূলত হাইড্রজেন আয়নের ঘনত্ব বোঝায়।


আলোচনাঃ-

২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির পি.এইচ ৭। যাকে পি.এইচ স্কেলের নিরপেক্ষ মান হিসেবে ধরা হয়। 

পানি বিক্রিয়ক বিশেষে কখনও অম্ল আবার কখনও ক্ষারকের মত আচরণ করে। 

এজন্য পানিকে Amorphous বা, অনিয়তাকার  (নির্দিষ্ট আকার বিহীন) পদার্থ বলা হয়ে থাকে।


পি.এইচ স্কেলে নিরপেক্ষ পানির পি.এইচ কে মধ্যমান ধরে, যাদের পি.এইচ ৭ এর নিচে তাদের অম্ল এবং যাদের পি.এইচ ৭ এর ওপরে তাদের ক্ষারক বলা হয়।

 জলীয় দ্রবণের পি.এইচ মাপার জন্য পি.এইচ নির্দেশক, গ্লাস-ইলেকট্রড অথবা পি.এইচ মিটার ব্যবহার করা হয়।


pH সেন্সর মডিউল দিয়ে ডিজিটাল pH মিটার তৈরি করা যায়।


UV সেন্সর/মডিউল


উত্তরঃ

অতীবেগুনী রশ্মি এক ধরনের তড়িৎ-চুম্বকীয় বিকিরণ যার তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে ছোট এবং রঞ্জন রশ্মির চেয়ে বড়। 

এই রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ১০০ ন্যানোমিটার থেকে ৪০০ ন্যানোমিটার এবং শক্তি ৩ ইলেকট্রন-ভোল্ট থেকে ১২৪ ইলেকট্রন-ভোল্ট হয়।


আলোচনাঃ-

UV প্রাণীদের জন্য যেমন ক্ষতিকর আরার শিল্প কারখানায় বিভিন্ন প্রডাকশনে নিয়ন্ত্রিত মাত্রায় UV লাইটের প্রয়োজন হয়। 

UV সেন্সর/মডিউল/মিটারের সাহায্যে আমরা সহজেই এটি পরিমাপ করতে পারি।



ধন্যবাদ,,, 
সাথেই থাকুন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url